রাজার মতোই ফিরলেন সাকিব – Daily Bhorer Potrika

রাজার মতোই ফিরলেন সাকিব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২১

সাকিব ফিরলেন তার চিরচেনা রূপেই। ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝড় সামাল দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ কাঁপালেন তিনি। জয় করলেন তার ভক্ত-সমর্থকদের মন। এদিন পর মাঠে ফিরলেও যেন পারফরম্যান্সে কোন ঘুন ধরেনি।

বুধবার (২০ জানুয়ারি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। বল হাতে ক্ষুরধার পারফরম্যান্সের পসরা সাজিয়ে সাকিব পেয়েছেন ম্যাচসেরার খেতাব। ৪৪ বল করে মাত্র ৮ রানের দিয়ে ৪ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। এমন দিনে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

সাকিব ফর্মে ফেরায় স্বস্তি পেয়েছেন বাংলাদেশ ভক্ত-সমর্থকরা। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাকিবের পারফরম্যান্স দেখে উদ্বিগ্ন ছিলেন অনেকে। সাকিব অবশ্য জানালেন, ঘরোয়া ক্রিকেটের খেলা গোণায় ধরেননি তিনি। অর্থাৎ, প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকেই মঞ্চ ধরে এগোচ্ছিলেন।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ঠিক জায়গায় বল করাতেই মনোযোগ দিয়েছি, বাকি কাজ পিচই করে দিয়েছে। এভাবেই আসলে হয়েছে। সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটে যেসব ম্যাচ খেলেছি সেগুলো গোণায় ধরিনি। ড্রেসিংরুমের বাইরে মানুষ হয়ত ঠিকই সেসব পারফরম্যান্স নিয়ে ভেবেছে। কিন্তু আমি ওসব নিয়ে ভাবিনি। এটাই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজ ভালো ব্যাটিং করছিলাম, কিন্তু আউট হয়ে গিয়েছি। তবে পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব।’

শুধু সাকিব নন, সব ক্রিকেটারই আজ দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে নেমেছিলেন। তাই কিছুটা চিন্তিত ছিলেন সবাই-ই। সাকিব জানান, ‘এতদিন পর মাঠে ফেরা নিয়ে ম্যাচ শুরুর আগে আমরা সবাই কিছুটা নার্ভাস ছিলাম। তবে আমি মনে করি আজকের জয় আমাদের প্রশান্তি দিবে এবং পরের ম্যাচেও ভালো করতে সহায়তা করবে।’