টেন্ডুলকারের আউট চাইতেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক – Daily Bhorer Potrika

টেন্ডুলকারের আউট চাইতেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২০

বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিন্দ্বন্ধি ভারত-পাকিস্তান। এটি সবারই জানা। কিন্তু এবার চমকে যাবার মত কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। পাকিস্তান দলের উইকেটের রক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার আউট হন, এমনটা চাইতেন না তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে টেন্ডুলকারকে নিয়ে কথা বলেন লতিফ। তিনি বলেন, ‘উইকেটরক্ষক থাকতে অনেকেই ব্যাটিংয়ে এসেছে। কিন্তু টেন্ডুলকার ব্যাটিংয়ে এলে, আমার মন চাইত না সে আউট হয়ে যাক। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি তার ব্যাটিং উপভোগ করতাম।’

ব্যাটসম্যান টেন্ডুলকারের প্রশংসা তো করলেনই লতিফ। ব্যক্তি টেন্ডুলকারের প্রশংসাও করেন তিনি। লতিফ বলেন, ‘লারা-পন্টিং বা অন্যান্য ব্যাটসম্যানদের স্লেজিং করলে, তারা পাল্টা উত্তর দিতো। কিন্তু টেন্ডুলকারের আচরণ ছিল একেবারেই আলাদা। কিছু বললেও জবাব দিতো না সে, শুধু হাসতো। সে এবং আজহারউদ্দিন এদিক দিয়ে একেবারে আলাদা। এ কারণে সবাই টেন্ডুলকারের প্রশংসা করে। এ কারণে বিশ্ব ক্রিকেটে ব্যক্তি টেন্ডুলকারের অন্যরকম সম্মান রয়েছে। সে ব্যাটিংএর সময়, অন্য কিছু চিন্তা করতো না। বড় ইনিংসের দিকে তার চোখ ছিলো। ১শ করবে, কিন্তু অন্য দিকে মনোযোগ দিবে না, কথাও বলবে না। তার আচরণ ছিলো দুর্দান্ত। মনে রাখার মত। আমার মনে হয়, মাঠে আচরণে ক্রিকেটারদের মধ্যে অনেক উঁচু জায়গায় থাকবে টেন্ডুলকার। এমন খেলোয়াড়রা মনের মধ্যে জায়গা করে নেয়।’