সবজি রপ্তানিতে প্রবৃদ্ধি ৯৩ শতাংশ – Daily Bhorer Potrika

সবজি রপ্তানিতে প্রবৃদ্ধি ৯৩ শতাংশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২০

দিনদিন সবজি রপ্তানি বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে সবজি রপ্তানি করে আয় হয়েছে ১৩ কোটি ৯২ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ পণ্যের রপ্তানি আয় ছিল ৬ কোটি ২০ লাখ ডলার। এতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৯৩ দশমিক ০৭ শতাংশ। দেশ থেকে আলু, ধনেপাতা, লাউপাতা, লাউশাক, বরবটি, কাকরোল, করলা, ঝিঙে, লালশাক, বেগুন, টম্যাটো, পটল, কচু, মিষ্টিকুমড়া, চালকুমড়া, লাউ, পেঁপে, কলা, শসা, শিম, বাঁধাকপি, মরিচ, মুলাসহ অর্ধশতাধিক সবজি রপ্তানি হয়। এসব পণ্য সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, কানাডা, দুবাই, ইতালিসহ ৫০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে।