সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত একটি চলচ্চিত্র প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে অস্কার জিতেছে।
অস্কার জেতা এ প্রামাণ্যচিত্রের নাম ‘আমেরিকান ফ্যাক্টরি’। বারাকা ওবামা ও মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন’ এর ব্যানারে নির্মিত হয় এটি। খবর সিএনএনের
‘আমেরিকান ফ্যাক্টরি’ পরিচালনা করেন জুলিয়া রিচার্ট এবং স্টিভেন বগনার। গত আগস্টে নেটফ্লিক্সে এটি প্রকাশ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ওহাইয়োর গাড়ি নির্মাণশ্রমিকদের জীবনের নানা ঘটনা নিয়ে এ প্রামাণ্যচিত্র।
২০১৮ সালে ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ নামে ওই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন ওবামা দম্পতি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫টায় শুরু হয় সিনেমা জগতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সেরা চলচ্চিত্রসহ মোট চারটি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছে কোরীয়ান চলচ্চিত্র ‘প্যারাসাইট’।
এবারের আসরে ডকুমেন্টারি ক্যাটাগরিতে ঘোষণা করা হয় ‘আমেরিকান ফ্যাক্টরি’ এর নাম। তবে সেখানে ওবামা দম্পতি উপস্থিত ছিলেন না।
অস্কার জেতার খবর শোনার পর টুইট করে উচ্ছাস প্রকাশ করেন বারাক ওবামা।